লিঙ্গ খুবই ছোট মনে হচ্ছে! আগে আরও বড় ছিল

লিঙ্গ খুবই ছোট মনে হচ্ছে! আগে আরও বড় ছিল-করনীয় কি?

এধরনের সমস্যা নিয়ে হাজারো যুবক দীর্ঘদিন মানসিক অবসাদ দিনপাত করছে।কেউ কেউ আশার আলো দেখতে পায়না। জীবনে বিবাহ করবে না এমন সিদ্ধান্ত নিয়ে থাকে যদিও বয়স ত্রিশ পার করে দিয়েছে,বাসা থেকে বিয়ের চাপ ইত্যাদি। আবার কেউ লিঙ্গ ছোট থাকার জন্য পড়াশোনা করতে পারেনা এই ভেবে যে এটা দিয়ে তো দাম্পত্য জীবন উপভোগ করা যাবে না সো এতো পড়াশোনা করে কী লাভ।

শয়তান শুধু মানুষ কে নামাজ আদায় করতেই বাঁধা দেয়না বরং আপনার জন্য যা ভালো সবই নষ্ট করে দেয়। আর শয়তানের বড়কাজ হলো বান্দাকে চরমভাবে হতাশা ডিপ্রেশনে হাবুডুবু খাওয়ানো এবং জীবনের মায়া ত্যাগ করা ইত্যাদি।

যৌন বিষয় গুলোর সঠিক জ্ঞান না থাকায় সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়। নরমালি এদেশের লিঙ্গের গড় সাইজ হলো চার ইঞ্চি প্লাস মাইনাস।শক্ত অবস্থায় কারও বিশেষ অঙ্গের সাইজ তিন থেকে ছয় এর মধ্যে থাকলে আপনি সুস্থ এবং বিয়ে করতে পারবেন।

এধরনের রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পায় কারো সাথে লিঙ্গের আকৃতি তুলনা করে সেটা হয়তো কোন বন্ধু অথবা পর্ণ সিনেমার হিরো।মানুষ যেমন লম্বায় বিভিন্ন আকার আকৃতির হয় ঠিক পেনিস ও বিভিন্ন আকার আকৃতির হয়।

গ্রোয়ার ধরনের লি-ঙ্গ স্বাভাবিক অবস্থায় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি হয়ে থাকে বড় হলে চার থেকে পাঁচ ইঞ্চি হয়।
মানে কয়েকগুণ বৃদ্ধি পায়। নরম অবস্হায় কতোটুকু আছে সেটা মূখ্য বিষয় না শক্ত অবস্থায় ই আসল। আবার উচ্চতায় লম্বা তবে লি-ঙ্গ তুলনামূলক ছোট হতে পারে। এতে অনেকেই এটা নিয়ে মারাত্মক ডিপ্রেশনে ভুগতে থাকে।

মূলবিষয় হলো আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছেন কিনা? যদি উত্তর হয় জি- তাহলে আপনি ঠিক আছেন।
আল্লাহর শুকরিয়া আদায় করুন আর ইবাদত বন্দেগিতে মনোযোগ দিন।

কি কি কারনে পুরুষের যৌবন শক্তি কমে বা দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে?

১.নিয়মিত ধুমপান, সিগারেট, মদ নেশা ইত্যাদি।

২.চিকিৎসক ছাড়া নিজে নিজে ঔষধ সেবন, অতিরিক্ত পাতে লবন,চিনি,ফাস্ট ফুড,জাংক ফুড, কোল ড্রিংকস বেশি খাওয়া অন্যদিকে শাকসবজি ফলমূল না খাওয়া।

৩.যতো ধরনের যা ইচ্ছে পর্ণ, অশ্লীল মুভি দেখা, খারাপ জায়গায় যাতায়াত করা।

৪.অধিক পরিমানে লাগাতার হস্তমৈথুন,ঘর্ষন মৈথুন, বালিশ মৈথুন, কল্পনা মৈথুন করা এছাড়া ও চোখের যিনা,কানের যিনা, হাতের যিনা, অন্তরের চলতে থাকা।

৫.পার্টনারের সাথে বিশ্বাস ভঙ্গ করা,পরনারীর প্রতি আসক্তি হওয়া।

৬.বিনা কারনে সন্দেহ করা,অল্পতেই বেশি রেগে যাওয়া ইত্যাদি।

৭.সারাদিন ইন্টারনেট, মুভি,ইউটিউব, ফেসবুক, খেলাধুলায় সময় অপচয় করা।

৮.বিনাকারনে দিনের পর দিন রাত জাগা।

৯.কোন ধরনের এক্সারসাইজ, মেডিটেশন না করা।

১০.ধর্মীয় মূল্যবোধ না থাকা বা উদাসীন হয়ে চলা, বড়দেরও মোটেও সম্মান না করা, নিজেকে অতিরিক্ত জ্ঞানী, চালাক চতুর মনে করা।

১১.স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ না করা,নিজে যা বুঝে ভুল হলেও সেটাই করা।

১২.অন্যের ভুলগুলো নিয়ে মাথা ঘামানো কিন্তু নিজের ভুল চোখে না পড়া ইত্যাদি।

১৩.অলসার সীমা ছাড়িয়ে যাওয়া, কোন কাজ মনযোগ দিয়ে করতে পারা, সবকিছু দ্বায়সাড়া, আনন্দ নাই বললেই চলে ইত্যাদি।

১৪. মাথার মধ্যে নেগেটিভ চিন্তা সবসময় ই ঘুরপাক খাওয়া।

১৫.অতীতের ভুল গুলো নিয়ে বেশি চিন্তা করা কিন্তু বর্তমানে কোন কাজ না করা।

১৬.তাড়াহুড়ো করা বা রাতারাতি ফল পেতে মরিয়া হয়ে উঠা ইত্যাদি।

কুদৃষ্টি থেকে বেঁচে থাকার – লাভ কি?

আপনার যৌন শক্তি ভাল থাকবে। যিনা শুরু হয় প্রথমে চোখ দিয়ে খারাপ কিছু দেখার পর, মস্তিষ্ক সেটা নিয়ে কল্পনা করে, চাহিদা না পূরন হলে প্রবৃত্তি পর্ণ সিনেমা, হস্তমৈথুন, যিনার দিকে ধাবিত করে।

যুবকদের জন্য অন্তরে শান্তি পাওয়ার উপায় হলো কোন সুন্দরী রমনী সামনে পড়লে চোখের দৃষ্টি সাথে সাথে নিচু করুন ফলে আপনি নগদ আরাম পাবেন যেমন সদকা করলে বিনিময় সাথে সাথে পান।আল্লাহর ভয়ে যারা এই আমল করবে তারা সফল হবেই।

আপনার সুযোগ, সামর্থ্য আছে যিনা করার শুধু আল্লাহর ভয়ে করেননি এর ফলাফল দুনিয়ায় চাক্ষুষ দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না।কুদৃষ্টি থেকে যতো বেঁচে থাকবেন আল্লাহ আপনাকে ততো কাছে রাখবেন।

গোপনে গোনাহ করবেন না যদিও মানুষ আপনাকে ভালো জানে।গোপন গুনাহ করে প্রকাশ্যে লাঞ্চিত হতে হয় অথবা আজ হোক কাল হোক আপনি এর শাস্তি পাবেন ই। অন্তরে শান্তি থাকবেনা,অলসতা দেখা দিবে, মনমরা,ডিপ্রেশনে পরে যেতে হবে।

আরো পড়ুন:- বাসর রাতে প্রথম মিলনে করণীয় কি?

আরো পড়ুন:- ফোরপ্লে করার সঠিক পদ্ধতি

আরো পড়ুন:- পিকিং মেথড কি – পিকিং মেথডের সঠিক পদ্ধতি

আরো পড়ুন:- যেই ১০ টি কারণে আপনার যৌন শক্তি কমে যাচ্ছে

আরো পড়ুন:- পানির মতো পাতলা বীর্য! ঘন করবেন কিভাবে?

আরো পড়ুন:- দীর্ঘক্ষণ সহবাস করার উপায় কি

আরো পড়ুন:- দ্রুত বীর্যপাত থেকে মুক্তির ১০ টি কার্যকরী উপায়

আরো পড়ুন:- খেজুর কিভাবে খেলে যৌন শক্তি বাড়ে ?

আরো পড়ুন:- দ্রুত বীর্যপাত কেন হয় – আপনি কি যানেন?

আরো পড়ুন:- দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *